1. info@govtbnicollege.edu.bd : Principle : Principle

মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং এন্ড মেন্টরিং – ২য় সেশন শুরু

সম্মানিত অংশগ্রহণকারী,
আজ, ১২ এপ্রিল ২০১৮ থেকে শুরু হল “মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং এন্ড মেন্টরিং” কোর্সের ২য় সেশন! আপনি যদি এই কোর্সটি পূর্বে সফলভাবে সম্পন্ন করে থাকেন (সার্টিফিকেট পেয়েছেন) তাহলে এই সেশনে আপনার নতুন করে অংশগ্রহণের প্রয়োজন নেই। তবে আপনি যদি পূর্বের সেশনে সফলভাবে সম্পন্ন করতে না পেরে থাকেন বা সার্টিফিকেট না পেয়ে থাকেন তাহলে এই সেশনে অংশগ্রহণ করে পুনরায় কোর্স শেষ করে সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।

কোর্সে যোগদানের জন্য এখানে ক্লিক করুন

কোর্স করতে যে কোন সমস্যা হলে ইমেইল করুন (info.muktopaath@gmail.com)

– মুক্তপাঠ কর্তৃপক্ষ

© 2023 সরকারি বিচারপতি নূরুল ইসলাম কলেজ
Developed By Web Coder